শেরপুরে গ্রাম আদালত সচেতনতা ভিডিও শো অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রবি, 07.12.2025 - 02:44 PM
Share icon
Image

নিজস্ব প্রতিনিধি, শেরপুর:
শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে সুলভ ও দ্রুত বিচারসেবা সম্পর্কে অবহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আনিস মিয়া। ভিডিও প্রদর্শনীর আগে গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, সুবিধা ও সেবাপ্রাপ্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মুশফিকুর রহমান। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

কুইজে অংশ নেওয়া মোঃ খলিল মিয়া বলেন, “গ্রাম আদালত সম্পর্কে ভিডিওটি দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। কম খরচে ও দ্রুত সুবিচার পাওয়া যায় -এ তথ্যটি আগে জানতাম না।”
অন্যদিকে, উপস্থিত মোছাঃ রেশমা বেগম বলেন, “ভিডিও দেখে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হলাম। বিশেষ করে নারীরা বকেয়া ভরণপোষণ দাবি করতে পারে -এটা নতুনভাবে জানলাম।”

উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, এলজিআরডি মন্ত্রণালয়, সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার। মাঠপর্যায়ে বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করছে ইএসডিও।

Share icon