শেরপুরের সীমান্তবর্তী রানিশিমুল ইউপিতে ২৭০ দুস্থ নারীর মধ্যে ভিজিডির চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 02.06.2022 - 03:59 PM
Share icon
Image

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানিশিমুল ইউনিয়নে ২৭০ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ২ জুন বৃহস্পতিবার দুপুর ২টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ভিজিডি প্রকল্পের আওতায় রানি শিমুল ইউনিয়নের ২৭০ জন দুস্থ নারী জনপ্রতি ৩০ কেজি করে চাল পেয়ে সবাই খুশি। 

এসময় উপস্থিত ছিলেন, রানিশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ইউজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ, মাঠ সহকারী আবদুল্লাহ্ আল মামুনসহ ইউনিয়নের সদস্যগণ।

এসময় চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ইউনিয়নের দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছে। পাহাড়ি এলাকার এই দুস্থ নারীদের পাশে আমরা কাজ করছি। এছাড়াও তিনি বলেন, গতকাল থেকে মাইকিং করে সবাইকে কার্ড সহ উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে যেন কেউ অনুপস্থিত না থাকেন।

Share icon