শেরপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহরের চকপাঠক এলাকার রাশেদুল হোসেন ডিয়ারের মার্কেটে ‘চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজ’-এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে চকপাঠক মসজিদের ইমাম মুফতি খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে ভরিয়ে দাও এবং দেশবাসীকে ন্যায় ও ঐক্যের পথে পরিচালিত করো। একই সঙ্গে তুমি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত দান করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল হাসান মুকুল, সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট মুখলেসুর রহমান জীবন,
সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ভুট্টু, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, প্রিন্সিপাল হেলাল, শিক্ষক আজহার বিএসসি, মুক্তিযোদ্ধা মনসুর আলী, উপদেষ্টা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
