"শেরপুরের উন্নয়নে ধানের শীষই হবে মানুষের আশা"— ডা. প্রিয়াংকা

স্টাফ রিপোর্টার
রবি, 06.07.2025 - 01:06 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর॥ ০৬ জুলাই ২০২৫ 
“শেরপুরের মানুষ বছরের পর বছর অবহেলিত থেকেছে। এবার সময় এসেছে ভাগ্য পরিবর্তনের। ধানের শীষে ভোট দিয়ে শেরপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।” এভাবেই শেরপুরবাসীর প্রতি আহ্বান জানালেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

রবিবার (৬ জুলাই) দুপুরে শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি শেরপুরের সন্তান। এখানকার মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। গত এক যুগের বেশি সময় এই অঞ্চলের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। অবৈধ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে অবহেলার শিকার করেছে। এখন সময় এসেছে জবাব দেওয়ার।”

তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক উদ্দেশ্য প্রতিশোধ নয় — উন্নয়ন। আমি চাই শেরপুরে শিল্প-কারখানা গড়ে উঠুক, নারী ও তরুণদের কর্মসংস্থান হোক, স্বাস্থ্যসেবা হোক সবার নাগালের মধ্যে।

Image

এই স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষই একমাত্র ভরসা।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “শেরপুরের গণআন্দোলনের সময় যে তিনটি হত্যা মামলা হয়েছে, তার চার্জশিটে অনেক মূল হোতাই বাদ পড়েছে। যারা ছাত্রদের গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় না আনা হলে আন্দোলন চলবে।”

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী বলেন, “এখনো প্রশাসনে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সক্রিয়। তাদের ইচ্ছাতেই অনেক সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দাবি জানাই — প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, নাহলে গণআন্দোলনের মুখে পড়বে।”

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। এই দলকে যারা নিষ্ক্রিয় করতে চায়, তারা আসলে গণতন্ত্রকে হত্যা করতে চায়। আগামী দিনে আমরা শেরপুরের মানুষকে নিয়েই রাজপথে থাকবো।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি সফিউল আলম চাঁন, কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।

Share icon