শেরপুরে মালখানা ও জিআর শাখা পরিদর্শনে সিজেএম

মারুফুর রহমান, শেরপুর: শেরপুর জেলা আদালতের কোর্ট পুলিশের মালখানা ও জেনারেল রেজিস্টার (জিআর) শাখা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদ। গত ৩০ জুলাই (বুধবার) বিকেলে সরেজমিন পরিদর্শনকালে আলামত সংরক্ষণ, নিষ্পত্তি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন তিনি।
সিজেএম আদালত প্রাঙ্গণে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে মালখানার বিভিন্ন কক্ষ ও জিআর শাখার ডেস্ক ঘুরে দেখেন সিজেএম। এ সময় বিভিন্ন মামলায় জব্দ হওয়া বিপুল পরিমাণ আলামতের মধ্যে নিষ্পত্তিযোগ্য আলামতের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে অস্ত্র, দেশি-বিদেশি মুদ্রা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামতের সুরক্ষায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
আলামত সংরক্ষণের জন্য মালখানায় পর্যাপ্ত আলমারি ও তাক সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া, জিআর শাখায় পর্যাপ্ত আলোর অভাব দেখা দিলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত বিজলি বাতি বসানোর নির্দেশ দেওয়া হয়।
কোর্ট পুলিশের প্রতি সিজেএম বিশেষভাবে সেবা প্রত্যাশীদের সাথে ভদ্রতা, সহনশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “আইনজীবী, ক্লার্ক ও সাধারণ মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে।
”পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে মন্তব্য ও স্বাক্ষর করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হুসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন, মো. হাসান ভূঁইয়া, শুভাপর্ণা চন্দ, শারমিন আক্তার, ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নুরে জাহিদ, কোর্ট ইন্সপেক্টর মো. জিয়াউল হক, সিএসআই, জি আর ওসহ অন্যান্য কর্মকর্তারা।
কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান বলেন, “সিজেএম স্যারের দিকনির্দেশনায় আমরা আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করব। মালখানা ও জিআর শাখার কার্যক্রম যাতে আরও স্বচ্ছ, শৃঙ্খল ও জনবান্ধব হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”