অবৈধ মদসহ ধরা পড়লেন শেরপুর আদালতের রেকর্ড কিপার
শেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের রেকর্ড কিপার মো. নুরুজ্জামান অবৈধ ভারতীয় মদসহ গ্রেফতার হওয়ায় আদালত অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নালিতাবাড়ীগামী পাকা সড়কে নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. হানিফ মিয়াকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল খালেক।
নকলা থানা সূত্র জানায়, ধনাকোষা পুরাতন বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে চালক নুরুজ্জামান ও আরোহী হানিফের কাছ থেকে একটি ব্যাগে রাখা ৯ বোতল ‘রয়েল স্টেক ডিলাক্স’ ব্র্যান্ডের ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ গ্রাম। উদ্ধার করা মদের বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
জানা গেছে, আটক মোটরসাইকেলটি (ডিসকভার ১২৫, নম্বর: হ-১১-৬৩৯৩) চালাচ্ছিলেন সদর উপজেলার আন্দারিয়া বানিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে নুরুজ্জামান (৪৫), যিনি দীর্ঘদিন ধরে আদালতে রেকর্ড কিপার হিসেবে কর্মরত। তার সহযোগী হানিফ মিয়া (৪০) একই উপজেলার কামারপাড়া এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
ঘটনার পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর—১৫, জিআর নম্বর—২১৭/২৫)। রবিবার (১৬ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে এসআই আব্দুল খালেক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ মদ পরিবহন বা মাদক সংশ্লিষ্টতায় কাউকেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।”
