শেরপুর জাতীয় যুব দিবস পালিত ও ৬ লক্ষ টাকা যুব ঋণ বিতরন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 05:15 PM
Share icon
    স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুর জেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ১ নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং শেরপুর পৌরসভা এসডিএফ ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় যুব দিবস পালিত হয়।   এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক এম.পি। এসময় যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশিদ।   জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হুইপ মোঃ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন, শেরপুর পৌরসভারন মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর (সদর সার্কেল), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান।   এসময় প্রধান অতিথির বক্তব্য’য় হুইপ আতিউর রহমান আতিক বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়তে তার প্রতিশ্রুতি অনুযায়ী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে যুবদের ঘরে ঘরে আত্মকর্মসংস্থান সুযোগ করা হবে। এতে করে সেই প্রতিশ্রুত অনুযায়ী শেরপুর জেলার তিনটি উপজেলা শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ীতে কর্মসংস্থান প্রকল্পের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন থেকে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন যুবকে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ টাকা যুব ঋণ প্রদান করেন।    
Share icon