শেরপুরে শাহীন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১ লাখ টাকা বৃত্তি প্রদান
মারুফুর রহমান, শেরপুর: ২৯ জানুয়ারী ২০২৬
“মেধার স্বীকৃতি শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে”-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন (এসইএফ)-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় শাহীন ক্যাডেট স্কুল শাখায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ শাখার পরিচালক শহিদুজ্জামান শহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি কম্পিউটার সেট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুজ্জামান শহিদ বলেন,“এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার প্রতিফলন ঘটেছে। যারা বৃত্তি পেয়েছে, তারা আগামী দিনে দেশ ও সমাজের জন্য গর্বের কারণ হবে -এই প্রত্যাশা করি।”
তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
