শেরপুরে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ॥ অনুপস্থিত ৬১৯

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 06:14 PM
Share icon

  স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। ১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেলায় জেএসসি ও জেডিসি মিলে ১৫টি কেন্দ্রে প্রথম দিনে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেএসসিতে ১০ টি কেন্দ্রে ১৮ হাজার ৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৩৫৫ জন এবং জেডিসিতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৪৬০ জন অংশ নেয়। অর্থাৎ জেএসসিতে ৩৬৭ জন ও জেডিসিতে ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। তবে নকলমুক্ত পরিবেশ থাকায় জেলার কোথাও শিক্ষক বা পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি। সকালে ঝিনাইগাতী উপজেলায় ওই পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এছাড়া জেলা সদরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।   এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মেজবাউল আলম ভূইয়া জানান, জেলার প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে জেএসসি ও জেডিসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন।   এছাড়া স্ব-স্ব এলাকার প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা ছিল। নকলমুক্ত পরিবেশ থাকায় জেলার কোথাও শিক্ষক বা পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় সবগুলোর পরীক্ষাই যেন সুষ্ঠুভাবে শেষ করা যায় সেজন্য জেলা প্রশাসন তৎপর রয়েছে।
Share icon