শেরপুর পৌরসভার নিউমার্কেটের রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করলেন, হুইপ আতিক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 02.11.2017 - 08:13 PM
Share icon
  স্টাফ রিপোর্টর ॥ শেরপুর পৌরসভার নিউমার্কেটের অভ্যন্তরীন রাস্তা ও ড্রেন পূণ: নির্মাণ সম্পন্ন কাজের আনুষ্ঠানিক ভাবে ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক, এম.পি।   পৌর প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪৬ বছর ধরে শেরপুর পৌরসভার প্রাণ কেন্দ্র নিউ মার্কেটের অভ্যন্তরের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়ায় এবং বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় দোকানী খদ্দেরসহ বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিউমার্কেটের ভিতরে প্রবেশ করা দুর্ভোগ পোহাতে হতো।   পৌর সভায় দ্বিতীয় মেয়াদে আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মেয়র নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠাবো উন্নতি করণ (সেক্টর) প্রকল্পের আওতায় শেরপুর পৌরসভার নিউমার্কেট সহ বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ড্রেনের উন্নয়ন প্রকল্প হাতে নেন এবং এর মধ্যে পৌর নিউমার্কেটের উন্নয়ন প্রকল্প একটি।   এ কাজের প্রাক্কলিত ব্যয় ছিল ৪০ লাখ টাকা, কাজটি বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল টাঙ্গাইল জেলায় এসি,কেটি (জাভা) নিউমার্কেটের উন্নয়ন ও বাস্তবায়ন কাজে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আতিক বলেন, নিউমার্কেটের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন হওয়ায় মার্কেটের শোভা বর্ধনের প্রশংসা করেন ।   এদিকে এর আগে একই দিন দুপুর ১২ টায় হুইপ আতিক পৌরসভার খোয়ারপাড় এলাকায় ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের ওভার হেড পানির ট্রেংকি কাজের উদ্বোধন করেন।   এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, শহর আ’লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান নতুন, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী প্রমুখ।
Share icon