শেরপুরে চারদিনব্যাপী আয়কর মেলা-২০১৭ শুরু

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 03.11.2017 - 07:21 PM
Share icon

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণেরাজস্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে চারদিনব্যাপী আয়কর মেলা-২০১৭ শুরু হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় কর অঞ্চল, ময়মনসিংহের ব্যবস্থাপনায় জেলা শহরের মাধবপুর এলাকায় অবস্থিত কর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।   এতে সভাপতিত্ব করেন শেরপুরের সহকারী কর কমিশনার প্রীতিশ বিশ্বাস ।   উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদ, জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ও অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. মোখলেছুর রহমান।   কর মেলা আগামী ৬ নভেম্বর সোমবার শেষ হবে। কর মেলার প্রথম দিন মেলায় উপস্থিত হয়ে কর দাতা গণ আয়করের টাকা জমা দেন।
Share icon