শেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 04.11.2017 - 09:20 PM
Share icon
স্টাফ রিপোর্টার॥ সারাদেশের ন্যায় শেরপুর জেলা সদরে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ৪ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস “উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দর আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়।   এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় কাকলী বহুমুখী সমবায় সমিতি , হিমালয় সমবায় সমিতি , দর্জি মালিক সমবায় সমিতি সহ জেলা সদরের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।   পরে জেলা শিল্পকলা একাডেমীতে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদন মুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি একথাটি বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সমবায় আন্দোলন গড়ে তুলতে হবে।   এতে আমাদের দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এতে করে দেশ আরো এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সমবায়ের মাধ্যমে নারী-পুরুষদের এগিয়ে আসতে হবে তবেই দেশ হবে স্বনির্ভর বাংলাদেশ এতে করে সমবায়ের বিকল্প নেই।
Share icon