কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিক আনিছুরকে ৫৭ ধারায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 06.11.2017 - 11:44 AM
Share icon
  রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ।। কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিক আনিছুর রহমানকে ৫৭ ধারায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।   এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক তোফায়েল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলে এলাহী স্বপন, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সহ-সভাপতি রফিকুল ইসলাম সাজুু, সাবেক সহ-সভাপতি এসএম সাদিক হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন ও স্থানীয় সাংবাদিকসহ এলাকার জনগণ।   বক্তারা বলেন, সাংবাদিক আানিছুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা করা হয়েছে। তারা দৈনিক সংবাদের সাংবাদিক আনিছুরের গ্রেফতারের জন্য পুলিশের সমালোচনা করেন। তারা সাংবাদিকের নিশর্ত মুক্তি দাবী করেন।   প্রসঙ্গত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগ এনে ৫৭ ধারার মামলায় দৈনিক সংবাদের রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। প্রকৃতপক্ষে বিকৃত ছবির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সুমন মিয়া নামের একটি ফেসবুক আইডি থেকে ওই বিকৃত ছবিটি তিনি স্ক্রিনশর্ট দিয়েছেন মাত্র।   শফিকুল ইসলাম/রৌমারী (কুড়িগ্রাম)।
Share icon