শেরপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 06.11.2017 - 07:20 PM
Share icon
  স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষমারী ইউনিয়নের শিমুলতলী বাজারে জুয়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে চরপক্ষীমারী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক সমাবেশ ৬ নভেম্বর সোমবার বিকেলে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।   কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ আব্দুল্লা আল মামুন, এড. আব্দুল খালেক, গ্রাম প্রতিরক্ষা দলের সভাপতি আব্দুল হালিম, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু, কমিউনিটি পুলিশিং এর মহিলা বিষয়ক সম্পাদিকা মোকেজা পারভীন, সদস্য দুলাল মিয়া প্রমুখ।   এসময় প্রধান অতিথি বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ কথাকে বাস্তবে রূপ দিতে হলে পুলিশের সাথে জনগণকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই এলাকায় জুয়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। এতে করে এলাকার সচেতন মানুষকে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং সমাজ থেকে জঙ্গীবাদসহ সব ধরনের অপরাধ প্রবনতা কমে আসবে বলে আশা ব্যক্ত করেন।  
Share icon