শেরপুর জেলা বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 07.11.2017 - 09:50 AM
Share icon
 স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর মঙ্গলবার নানা কর্মসূচী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।   এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সর্ম্মুখে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল ১১টায় জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল’র সভাপতিত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনে স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশ প্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথ এক অন্যন্য বিস্ফোরণ ঘটে। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমান মুক্ত হন। পাল্টে যায় দেশের পট এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাব মুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে দেশ এগিয়ে যায়। এছাড়া এই দিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।     একদিকে মানুষের মনে স্বস্তিফিরে আসে। অপরদিকে বিদেশী শক্তির এদেশীয় অনুচররা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একদল বিপথগামী সৈনিক চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যা করে। প্রেসিডেন্ট জিয়া শাহাদত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে।   এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী, শেরপুর শহর বিএনপি’র আহ্বায়ক এড. আব্দুল মান্নান, সাবেক শহর বিএনপি’র সভাপতি এ.টি.এম আমির হোসেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল মজিদ বাদল, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার রকিব, জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. কে মুরাদ, বিএনপি নেতা এড. মোখলেছুর রহমান জীবন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
Share icon