শেরপুরের শ্রীবরদীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 07.11.2017 - 09:58 AM
Share icon
স্টাফ রিপোর্টার ॥  শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর গ্রামে স্বামীর বাড়ীর রান্না ঘরের ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননী গৃহবধু নাজমা বেগম (২২)’র লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানার পুলিশ। ৭ নভেম্বর মঙ্গলবার সকালে এলাকাবাসী ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্রীবরদী থানায় খবর দেয়।   এসময় পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর নাজমা লাশ উদ্ধার করে। গৃহবধু নাজমা বেগম কাউনের চর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী ও পাশ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলী গ্রামের একাব্বর মোল্লার মেয়ে। এদিকে নাজমা বেগমের ভাই খুররম জানায়, প্রায় দুই বছর পূর্বে ১ লক্ষ টাকা যৌতুক দেওয়ার শর্তে তার বোনকে কাউনের চর গ্রামের শুক্কুর আলীর সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় যৌতুক বাবদ নগদ ৫০ হাজার টাকাও দেওয়া হয়। তাদের দাম্পত্য ও সংসার জীবনে ১ কন্যা সন্তানের জন্ম হয়।   এদিকে বাকী যৌতুকের ৫০ হাজার টাকার জন্য প্রায় সময় তার বোনকে শুক্কুর আলী চাপ দিয়ে আসছিল। নাজমা ভাই খুররম আরো জানায়, যৌতুকের কারণেই তার বোনকে হত্যা করে গলায় উড়না পেচিয়ে ধর্নার সাথে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এমনটাই সন্দেহ করছেন। গৃহবধুর নাজমা বেগমের লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।   শ্রীবরদী থানার এস.আই আক্তারুজ্জামান জানান, ঘটনার পর থেকেই গৃহবধুর নাজমার শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন। বার্তা প্রেরক-মারুফুর রহমান,, শেরপুর। মোবাঃ ০১৭৩৩১৭৭৪৭৭
Share icon