জামালপুরে মাদক ব্যবসার সাথে জাড়িত দেরকে স্বেচ্ছায় আত্মসমর্পন করার জন্য বললেন - এডিশনাল আইজি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 09.11.2017 - 01:25 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ পুলিশের এডিশনাল আইজি (এডমিন এন্ড আপস) মোঃ মোখলেছুর রহমান (বিপিএম) বলেন, পুলিশের কেউ যদি মাদকের সাথে জড়িত হয় তাদের শাস্তিও হবে মাদক ব্যবসায়ীদের মতো। তিনি আরও বলেন, মাদকের সাথে সাথে এই জেলা থেকে জুয়া ও বাল্য বিয়ে বন্ধ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। যারা আজ থেকে মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিবেন তারা বড় ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করবেন। তিনি জেলায় আরো যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পন করার নির্দেশ দেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দুষ্ট চক্রের হাত থেকে রেহাই পাওয়ার উপায় হলো মাদক ব্যবসা ছেড়ে দেওয়া। পুলিশ সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় নিজের রক্ত দিয়ে তার দায়িত্ব পালন করছে। কিন্তু কিছু কিছু সময় ছোট খাট ঘটনা পুলিশের জন্য অনেক বড় সমস্যা হয়ে যায়। তাই সকল পুলিশ সদস্যকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। জামালপুর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল¬াহ ফারুকী, সিভিল সার্জন ডাঃ মোঃ মোশায়ের-উল-ইসলাম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, এফবিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু (সিআইপি), জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা, মাদক সেবনকারী লিটন শেন, শিউলি বেগম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জিএস এম মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, আমিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। জানা যায়, আত্মসমর্পণ অনুষ্ঠানে মোট ১৮৯ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী স্বেচ্ছায় জামালপুর জেলার ৭টি থানায় আত্মসমর্পণ করেন। যার মধ্যে রয়েছে, জামালপুর সদর থানায় ৪৯ জন, সরিষাবাড়ী ১৫ জন, মেলান্দহ ২৫ জন, মাদারগঞ্জে ২০ জন, ইসলামপুরে ১৮ জন, দেওয়ানগঞ্জে ২২ জন, বকশীগঞ্জে ৪০ জন।
Share icon