রেজাউল করিম রেজনু তৃতীয়বারের মত সিআইপি কার্ড পাওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 12.11.2017 - 08:46 PM
Share icon
  এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ব্যবসায় ট্রেড ক্যাটাগড়িতে ও বাণিজ্য সংগঠনে নেতৃত্বে থাকা এবং অবদান রাখার কারণে জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সার্ক চেম্বার ও এফবিসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু তৃতীয়বারের মত সিআইপি কার্ড পেলেন। সিআইপি-২০১৪’র তালিকা সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।   ১২ নভেম্বর রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসব মুখোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ রেজাউল করিম রেজনুর হাতে সিআইপি-২০১৪ কার্ড তুলে দেন। সিআইপি-২০১৪’র কার্ড বিতরন অনুষ্ঠানে রপ্তানীকারকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   সিআইপি কার্ড প্রাপ্তরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। সিআইপি কার্ডধারীরা ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায়-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসাপ্রাপ্তির জন্য সংশ্নিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে 'লেটার অব ইন্ট্রোডাকশন' ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন।   রেজাউল করিম রেজনু তৃতীয়বারের মত সিআইপি হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্ড পাওয়ায় ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বানিজ্য মন্ত্রনালয় থেকে কার্ড পাওয়ার পর রেজাউল করিম রেজনুকে অভিনন্দন জানিয়েছেন দি জামালপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি,জাবেদ গ্রুফ, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকা পরিবার, জামালপুর জেলা পাম মালিক সমিতি, জামালপুর জেলা দোকান মালিক সমিতি, জামালপুর জেলা ট্যাংক লড়ি মালিক সমিতি, জামালপুর জেলা পাদুকা মালিক সমিতি, জামালপুর জেলা সার ও বিজ ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী মহল ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Share icon