বিপিএল টুর্নামেন্টকে ঘিরে শেরপুরে ক্রিকেট জুয়া’য় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 19.11.2017 - 09:12 PM
Share icon
  সময় ডেস্ক।। শেরপুর জেলার শহরের বিভিন্ন মোড়, পাড়া মহল্লার আনাচে কানাচে দীর্ঘদিন ধরে ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে এক শ্রেণির যুব সমাজ। এতে করে ক্রিকেট জুয়ায় কেউকেউ এ খেলায় হেরে গিয়ে স্থানীয় দাদন ব্যবসায়ী জাকে বলে সুদ খোর তাদের দ্বারস্থ হয়ে সুদে টাকা নিয়ে পূণরায় খেলায় অংশ গ্রহণ করছে। এসব ক্রিকেট জুয়া খেলায় যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।   পাশাপাশি বাড়ছে সামাজিক অপরাধ প্রবণতা। আইন শৃংখলা রক্ষাকারীবাহিনীর এখনই সময় এর লাগাম টেনে ধরা।   এদিকে বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে । এ টুর্নামেন্টকে ঘিরে শেরপুর জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে ক্রিকেট জুয়া খেলার বিস্তার ব্যাপক হারে বেড়ে গেছে। সবচেয়ে বেশি ক্রিকেট জুয়া খেলা লক্ষ্য করা যায় পৌর এলাকার বিভিন্ন মোড়ে চা-পানের দোকানে টিভি সেট ও মনোহারী দোকান সহ বিভিন্ন দোকানে টিভি সেটের মাধ্যমে জুয়া খেলায় যুবক ও মধ্য বয়সী লোক জনের অংশ গ্রহণ ।   এসব দোকানে কোন কিছু ক্রয় না করলেও মনে হয় যে এরা ওই সব দোকানের খদ্দের। এছাড়াও চা দোকানে প্রায় সময় দেখা যায় কোন খদ্দের না থাকলেও এক শ্রেণির যুবকদের টিভি সেটের সামনে  লক্ষ্যনীয় ভীড়।   অপরদিকে দেখা যায় পাড়া মহল্লায় নির্জন স্থানে যুবকেরা মোবাইল সেট ব্যবহার করে বিপিএল এবং আইপিএল ক্রিকেট জুয়া খেলায় লিপ্ত থাকার। সম্প্রতি রাজধানী ঢাকার বাড্ডায় ক্রিকেট জুয়া খেলার জের ধরে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটে। এনিয়ে দেশব্যাপী বেশ আলোচিত হয়।   শেরপুর জেলা শহর এবং আশপাশে এসব ক্রিকেট জুয়া খেলার বিস্তার ব্যাপকতায় অভিভাবক মহল এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে । ক্রিকেট জুয়া খেলায় অংশ নিয়ে কেউকেউ রাতারাতী হচ্ছে অনেক টাকার মালিক আবার কেউ কেউ হেরে গিয়ে নিঃস্ব হয়ে হচ্ছে সর্বশান্ত।   ক্রিকেট জুয়া বন্ধ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারী এবং ক্রিকেট জুয়ারীদের  আটক করা এখনই প্রয়োজন, এমনটাই ধারনা করছেন সচেতন মহল।  
Share icon