শেরপুরে বিএনপির রক্তদান কর্মসূচি: জনসেবায় মানবিক রাজনীতির নজির

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশীদ পলাশ।
অ্যাড. মো. সিরাজুল ইসলাম বলেন, "বিএনপি সবসময় জনমানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। এই রক্তদান কর্মসূচি শুধুই রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন রক্ষার এক বাস্তব প্রয়াস—এটাই বিএনপির মূল মানবিক দর্শন।"
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক
মো. হযরত আলী বলেন, "মানবিক কর্মসূচির মাধ্যমেই জনগণের হৃদয়ে স্থান করে নেয়া যায়। বিএনপি সেই পথে অটল।
"যুগ্ন আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, "রক্তদানের মতো কাজের মাধ্যমে রাজনীতি নতুন অর্থ পায়। আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রাজনীতি অর্থহীন হয়ে পড়ে। বিএনপি এই মানবিক দিকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।"
যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন,"এই রক্তদান কর্মসূচি শুধু চিকিৎসার সহায়তা নয়—এটি একটি প্রতিরোধ ও প্রতিবাদের অংশ। একদিকে আমরা জীবন বাঁচাতে এগিয়ে যাচ্ছি, অন্যদিকে শাসনব্যবস্থার অমানবিকতা ও অব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছি। এই কাজ আমাদের আন্দোলনের শক্তি বাড়ায়।"
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা,
জজ কোর্টের পিপি আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, মো. কামরুল হাসান, মো. সাইফুল ইসলাম স্বপন, মেজর মো. হাসান আরিফ (অবঃ), প্রকৌশলী তহিদুর রহমান, ডাক্তার সুরুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রক্তদান করেন। এছাড়াও অনেক সাধারণ মানুষও রক্তদানে অংশ নেন। এ কর্মসূচির মাধ্যমে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব প্রয়াস তৈরি হয়।
শেষে নেতৃবৃন্দ আহ্বান জানান"এই রক্তদান কর্মসূচিকে জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে ছড়িয়ে দিয়ে মানবিক রাজনীতিকে আরও সুসংগঠিত করতে হবে।"