তারেক রহমানের নির্দেশে শেরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 01.07.2025 - 04:14 AM
Share icon
Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পরিচালিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাটাখালি ব্রীজ সংলগ্ন শহীদ নাজমুল স্মৃতি চত্বরে এই কর্মসূচি বাস্তবায়ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন।

Image

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিবুল আলম উসান।

নেতারা বলেন, “পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় সচেতন। ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে এখনই ব্যাপক হারে গাছ লাগাতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে ছাত্রদল দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগ গ্রহণ করেছে।”

Image

ওই সময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান, জামশেদ আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছোদ্দাহা আনন্দ, চন্দকোনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাব্বি নূর, এছাড়া ছাত্রদল নেতা মারুফ, রিপন, শুভ, স্বাধীন প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানো একটি কার্যকর উদ্যোগ। তারা জানান, বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

Share icon