জামালপুর সদরের নরুন্দি ইউনিয়নে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 26.12.2017 - 05:43 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনের শেষ দিনে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার শেষ দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। জানা গেছে, ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য না থাকায় নির্বাচন কমিশনার ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাদের প্রচারণার শেষ দিন ছিল। জানা যায়, ওই ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী (মোরগ), বিএনপি নেতা ছোরহাব আলী (বৈদ্যুতিক পাখা), আব্দুল হাই (ফুটবল) ও খোকা মিয়া (তালা চাবি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরুন্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৪জন প্রার্থীর সাথে কথা বললে তারা জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে এটাই আমাদের চাওয়া। ভোটারদের উদ্যেশ্যে আমরা বলতে চাই আপনাদের যাকে পছন্দ তাকেই ভোট দিন। সবাই নিজেদের জয় নিয়ে নিশ্চিত এমনটাই আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত কয়েকমাস আগে নরুন্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার স্বেচ্ছায় একটি পদত্যাগপত্র জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূন্য থাকায় ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের তারিখ ধার্য করেন উপজেলা নির্বাচন কমিশনার। এদিকে প্রার্থীরা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। জামালপুর সদর উপজেলার নির্বাচন অফিসার আজহারুল ইসলাম জানান, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে। আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
Share icon