জামালপুরে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 05.01.2018 - 08:21 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতি তার বক্তব্যে বলেন, ২০১৮ সাল হলো গণতন্ত্রের বিজয়ের বছর। গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার বছর। এ দেশে ৫ জানুয়ারির মতো প্রহসন ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আকড়ে রাখার মতো আর কোনো নির্বাচনই এই সরকারের অধীনে হতে দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, শহর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো: লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: ফিরুজ মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জেলা জাসাদের সভাপতি রিজবী আল জামালী রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ আব্দুল সোবাহান, কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎসজীবি দলের আহ্বায়ক আব্দুল হালিম, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সাইদা বেগম শ্যামা প্রমুখ। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’র বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।এ ছাড়াও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কালো পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে সমাবেশে উপস্থিত হন।
Share icon