জামালপুরে উন্নয়ন সংঘের সহায়ক উপকরণ বিতরণ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 12.12.2017 - 04:16 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ ‘আল্লায় আপনাগো মেলা ছুয়াব দিব, পুলাডা এহন ঠিক মতন চলাফেরা এবং কলেজে যাইতে পারবো’। নুরুন্দি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ভিন্নভাবে সক্ষম (শারীরিকভাবে চরম প্রতিবন্ধীতার শিকার) শাহিনের বাবা নূর মোহাম্মদ উন্নয়ন সংঘ থেকে একটি ট্রাই সাইকেল পেয়ে এমনি আবেগ প্রকাশ করেন। জামালপুরে মঙ্গলবার উন্নয়ন সংঘের প্রতিবন্ধীতা মানুষের অধিক সক্ষমতার বিকাশ প্রকল্পের আওতায় এবং সিডিডি সাভার এর স্কেন্ড প্রকল্পের সার্বিক সহযোগিতায় ১৪ জন ভিন্নভাবে সক্ষম (প্রতিবন্ধীতার শিকার) ব্যক্তির মাঝে উন্নতমানের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উন্নয়ন সংঘের প্রশিক্ষণকেন্দ্রে (ডিটিআরসি) আয়োজিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা। উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, প্রকল্প পরিচালক নারায়নচন্দ্র দাস, হিসাব ও প্রশাসন পরিচালক জিয়াউর রহমান, কর্মসূচী ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক লিটন সরকার, সমাজ কর্মী আরজু মিয়া, মাহমুদুল হাসান, সাব্বির হোসেন রিয়াদ প্রমূখ। উপকরণগুলোর মধ্যে রয়েছে ট্রাই সাইকেল, ওয়ালকার, এলবো ক্র্যাচ, এক্সেলারি ক্র্যাচ, কর্ণার চেয়ার, বিশেষ চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম ইত্যাদি মজবুত ও মূল্যবান উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি গোলাম মোস্তফা বলেন, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ একটি মহৎ উদ্যোগ। এই কাজের জন্য উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা একটু সহায়তা ফেলে ওরা অনেক বেশী সমাজকে দিতে সক্ষম। আল্লাহতালা ওদের প্রতি বিশেষ রহমত করেন। আমরা ওদেরকে উন্নয়নের মূল¯্রােত ধারায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
Share icon