‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগানে জামালপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 09.12.2017 - 06:50 PM
Share icon
এস.এম হোসেেইন আসাদ, জামালপুর প্রতিনিধি ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগানে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শহরের বকুলতলা মোড়ে জামালপুর জেলা প্রশাসন ও টিআইবির যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাসেল সাবরিন, পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমাান ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, সনাক সদস্য অধ্যাপক মীর আনছার আলী, দুপ্রকের সভাপতি মাসুম আলম খান, সনাকের সভাপতি মাসুদা আক্তার, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও সনাক সদস্য শফিক জামান, দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দুদকের পরির্দশক বুলু মিয়া, কবি সায্যাদ আনসারী, নারী নেত্রী অ্যাডভোকেট শামীম আরা, সনাক সদস্য এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সমাজকর্মী আমির উদ্দিন, টিআইবির এরিয়া ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান নোমান প্রমুখ। এ সময় বক্তারা সরকারি কর্মচারীদের স্বচ্ছতা, দায়বদ্ধতা, অধিকার ও দক্ষতা নিশ্চিত করার জন্য পাবলিক সার্ভিস আইন প্রণয়ন, সংশ্লিষ্ট আইন সংস্কার করে সংসদ সদস্য, নির্বাহী বিভাগের সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হালনাগাদ তথ্য/ঘোষণা সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে আপলোড করাসহ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
Share icon