জামালপুরে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 18.12.2017 - 02:01 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ,জামালপুর প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। সোমবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন। এ সময় সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা যতই মামলা দেন জাতীয়তাবাদী দলের গণতন্ত্র পুর্নরুদ্ধারের আন্দোলন থামাতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রীকে হুশিয়ারি করে বলেন, এখনও সময় আছে মামলা, হামলা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিকদলের আহ্বায়ক শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফিরোজ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল হালিম ও শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী।
Share icon