জামালপুরে গভীর শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 16.12.2017 - 01:17 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ,জামালপুর প্রতিনিধি॥ স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বত্র বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের শুরুতেই রাতে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন জামালপুর বৈশাখী মেলা মাঠে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শীতের তীব্রতা থাকলেও শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে নামে মানুষের ঢল। জানা গেছে, ভোর সাড়ে ছয়টায় প্রথমে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে পরিষদের কর্মকর্তাবৃন্দ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির নেতৃত্বে জামালপুর পৌরসভার পৌর পরিষদের প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে পুষ্পস্তপক অর্পণ করে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে গভীর শ্রদ্ধার সাথে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ জেলা যুবলীগ, মহিলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে এগারটায় জামালপুর জেলা বিএনপি শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেটে সমাবেশ শেষে বিশাল বিজয় মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বৈশাখী মেলা মাঠে গিয়ে শেষ হয়। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি প্রমুখ। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মূল মিছিলে যোগ দেন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল এবং সাধারণ সম্পাদক দুলাল হোসাইনের নেতৃত্বে জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর জামালপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমানের নেতৃত্বে ফোরামের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ পুষ্পস্তপক অর্পণ করে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও দুদক, দ’ুপ্রক, টিআইবি, ইয়েসগ্রুপ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, জেলা জাসদ, উদীচীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সংগঠকেরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অপরদিকে সকাল সাড়ে আটটার দিকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। এ ছাড়া সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
Share icon