বাংলাদেশ আওয়ামী লীগ’র ঘোষণাপত্র ও গঠণতন্ত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 19.12.2017 - 04:10 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালিন অনিবার্জ রাজনৈতিক বাস্তবতায় অসাম্প্রদায়ীক গণমানুষের সার্বিক মুক্তির প্রয়োজনে তদানিন্ত পূর্ব পাকিস্তানের শোষণ বঞ্চনা অবসানের প্রয়োজনে আওয়ামী লীগের জন্ম হয়। প্রাচীনতম এই রাজনৈতিক দলটি বাঙ্গালীর মুক্তির লড়ায়ে অগ্রগামী থেকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব গ্রহণ করে দেশকে স্বাধীন করে। এই রাজনৈতিক দলের প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই আজও এগিয়ে চলছে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিন্তায় আজ বাংলাদেশ বিশে^র রোল মডেল হিসেবে প্রসংশিত হয়ে আসছে। এই দলের মূলমন্ত্রই হচ্ছে তার নিজেস্ব গঠনতন্ত্র। আজ এই গঠনতন্ত্র নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হলো। যাতে করে প্রকৃত আওয়ামী লীগের আদর্শ বিকশিত হয়। সেই লক্ষে মঙ্গলবার সন্ধায় শহরের বকুলতলাস্থ্য জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা এমপি বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠণতন্ত্র আনুষ্ঠানিক ভাবে জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ’র নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ¦ আসাদুজ্জামান আকন্দ বাবু, মাদারগঞ্জ পৌর সভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা শ্রমীক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা ছাত্র লীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্র লীগের সভাপতি নূর হোসেন আবাহানীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share icon