জামালপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 01.01.2018 - 02:48 PM
Share icon
    এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি জামালপুরে কেক কাটা ও ছাত্র সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা ছাত্রদলের আয়োজনে গণ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।   জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।   সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির বিশেষ সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফিরোজ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, যুগ্মআহবায়ক শিপার মেহেদী ফেরদৌস, গাউছুল আজম শাহীন, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মোস্তফা মুকুল, পূর্ব শাখা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আবু সুফিয়ান শিপন,  শহর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা খান, সদর থানা দক্ষিণ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক এম কামরুল ইসলাম ও পূর্ব শাখা ছাত্রদলের সদস্য সচিব এম শুভ প্রমুখ। সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।     এ সময় সমাবেশের প্রধান অতিথি ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, বিএনপিকে মামলা হামলা দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। ছাত্র আন্দোলনের মাধ্যমেই অবৈধ বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে। তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে রাজপথে অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান।   এর আগে রাত ১২টা ০১ মিনিটে জামালপুর শহর শাখা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।
Share icon