শেরপুর ডিসি উদ্যানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ''শিক্ষা মেলা'' উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 08.03.2018 - 01:30 AM
Share icon
  স্টাফ রিপোর্টার॥ শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যান চত্বরে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৭ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা উদ্বোধন ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূর।   এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন উপস্থিত শিক্ষক- শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের জাতির ভবিষ্যত কোমল মতি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন নৈতিকতা শিক্ষাদান দেয়ার আহ্বান জানান। এছাড়াও বাবা-মার প্রতি কি? ধরনের আচরণ করতে হবে তা শেখানো সহ বিভিন্ন সামাজিকতা সম্পর্কে জ্ঞান ধারণা দেয়ার কথা বলেন। শিশুদের এসমস্ত সু-শিক্ষা দিলেই তবে আগামী দিনে তারা সু-শিক্ষায় শিক্ষিত হবে।   এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম মৃধা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান রাশেদ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ফিতা কেকে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা মেলায় স্টলের উদ্বোধন করেন।
Share icon