হুইপ আতিকের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে অব্যাহতি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 30.07.2018 - 07:51 PM
Share icon
   
স্টাফ রিপোর্টারঃ হুইপ আতিউর রহমান আতিক এর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক  এক বিজ্ঞপ্তিতে পরিসমাপ্ত করা হয়েছে। যার ম্মারক নং ০০.০১.০০০০.৫০২.০১.০৫৭.১৬। ঊল্লেখ্য এ বছরের  ১৭ ই এপ্রিল সাংবাদিকদের হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, আমি প্রমাণ করতে চাই- স্বচ্ছতা, সততা আর ন্যায়নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি… বাংলাদেশে একটিমাত্র ব্যক্তি, সেটা আমি। সেটা অতীতেও প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও প্রমাণ দেব ইনশাল্লাহ। শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ পেয়ে দুদক এই অনুসন্ধান শুরু করে। গত ৫ এপ্রিল হুইপ আতিউর রহমান আতিককে তলব করে নোটিস দেওয়া হয়। শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়োগ বাণিজ্য করে এবং টিআর-কাবিখা প্রকল্প, স্কুল কলেজের এমপিওর টাকা আত্মসাতের মাধ্যমে নামে বেনামে সাতকোটি টাকার মালিক হয়েছেন। এর মাধ্যমে শেরপুরের তিনআনি বাজারে তিনি বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগান বাড়ি তৈরি করেছেন, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লটের মালিক হয়েছেন, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ পেয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে হুইপ আতিক সাংবাদিকদের কাছে সেই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সত্য-ন্যায়নিষ্ঠ জায়গায় অবস্থান করছি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, অভিযোগগুলো বানোয়াট, মিথ্যা, কল্পনাপ্রসূত। দুদকের জিজ্ঞাসাবাদের বিষয়ে সংসদ সদস্য আতিক বলেন, অভিযোগের ব্যাপারে আমাকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। এই সমস্ত অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তাদেরকে বলেছি, যারা অভিযোগ করেছে তারাই প্রমাণ করুক। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, কলেজের প্রিন্সিপাল ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, গ্রাম থেকে আজকে এই পর্যন্ত উঠে এসেছি। মূলত আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি গোষ্ঠী অভিযোগ দিয়েছে। বাড়ি, গাড়ি, সম্পদের উৎস সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এই সাংসদ বলেন, এগুলো সেনালী ব্যাংক থেকে লোন নিয়ে করেছি। অবৈধ কোনো সম্পদ নয়। সাংবাদিকদের আরেক প্রশ্নে হুইপ আতিউর রহমান আতিক বলেন, এই অভিযোগের দ্বারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবেনা, কারণ এটা আমি প্রমাণ করব যে, আমি স্বচ্ছ।
Share icon