শেরপুরে ফুটবল খেলোয়াড়দের অর্থ সহায়তা করলেন ডিএফএ সভাপতি মানিক দত্ত 

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 12.05.2020 - 06:42 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুর জেলার দুঃস্থ –অসহায় ফুটবল খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি মানিক দত্ত।

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ১২ মে মঙ্গলবার দুপুর ১২টায় ডিএফএ সভাপতি মানিক দত্ত’র সভাপতিত্বে তার ব্যক্তিগত অর্থায়নে ৩০ জন ফুটবল খেলোয়াড়দের মাঝে প্রত্যেককে এক হাজার করে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় ডিএফএ সভাপতি মানিক দত্ত বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তার পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা না করে তিনি শেরপুর জেলার বিভিন্ন স্থানে বসবাসরত দুঃস্থ-অসহায় ফুটবল খেলোয়াড়দের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার টাকা বিতরণ করেন।

অর্থ বিতরণকালে ৭ জন নারী ফুটবলার ও ২৩ জন পুরুষ ফুটবলারদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, ডিএফএ সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল। এসময় অন্যান্যদের মধ্যে ডিএফএ কোষাধ্যক্ষ মোঃ জিন্নত আলী, সদস্য সৈয়দ বদরুল হক রেজভী, আলহাজ্ব মাহাবুর রানা, মোস্তফা কামাল মস্তু, অন্যান্য খেলোয়াড়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 

Share icon