শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 05.08.2020 - 08:36 PM
Share icon
Image

“সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় হুইপ আতিক বলেন, গাছের চারা রোপণ করে সঠিক যত্নের মাধ্যমে বড় করে তুলতে পারলে জনগণ এ গাছের সুফল ভোগ করতে পারবেন। ফলে একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য সফল হবে, অপরদিকে এ সকল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা বিএমএর সভাপতি এম এ বারেক তোতা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীগণ।

 

Share icon