ঝিনাইগাতীতে বনের প্রায় ১ একর জমি উদ্ধার করলো বন বিভাগ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 04.11.2020 - 10:02 PM
Share icon
Image

মোহাম্মদ দুদু মল্লিক (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বিটের হলদীগ্রাম মৌজর প্রায় ১ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। ৪ নভেম্বর বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের নেতৃত্বে মধুটিলা ও রাংটিয়া রেঞ্জের যৌথ অভিযানে জবরদখলকৃত ভূমি উদ্ধার করা হয়।

Image

বন বিভাগ সূত্রে জানা যায়, রুস্তম আলী নামে এক ব্যাক্তি দীর্ঘদিন যাবত বনের জমি জবর দখল করে রেখেছিল। ওই জমিতে সামাজিক বনায়ন সৃজনের জন্য জবরদখল থেকে উদ্ধার করা হলো।

এসময় শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়, মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ও রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমানসহ বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

​​

Share icon