জামালপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ'লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 01.12.2020 - 09:21 PM
Share icon
Image

এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥ আসন্ন জামালপুর পৌরসভাসহ জেলার ৮টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র প্রদান করা হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবুর কাছ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর পক্ষে শহর আওয়ামী সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ নেতাকর্মীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য মঞ্জুরুল ইসলাম লানজু, সদস্য শাহরিয়ার উজ্জ¦ল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনী। গত ৩০ নভেম্বর জামালপুর পৌরসভার বর্তমান মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুরুজ্জামান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এছাড়াও মঙ্গলবার সকালে মাদারগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। সরিষাবাড়ী পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ আব্দুল গণি, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, এম মঞ্জুরুল মোর্শেদ দরফদার, মোঃ নূরে আলম বাবু, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, মনির উদ্দিন মনির, জহুরুল ইসলাম মানিক, মোঃ খোরশেদ আলম। ইসলামপুর পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ আব্দুল কাদের শেখ, নূর ইসলাম নূর, মোঃ সালাউদ্দিন শাহ্, ফরিদ উদ্দিন আহম্মেদ, অংকন কর্মকার, এস এম জাহাঙ্গীর আলম, মোঃ খলিলুর রহমান। দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হারুন অর রশিদ, দেওয়ান এরশাদ, শেখ মোঃ নূরনবী অপু, মোঃ আছলাম হোসেন, মোঃ শফিউল হক মান্না, মোঃ শাহ্ নেওয়াজ শাহানশাহ্, ফারিন হোসেন। মেলান্দহ পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ শফিক জাহেদী রবিন, মনিরুজ্জামান, মোঃ লোকমান ফারাজী, মোঃ হাবিবুর রহমান হেলাল, হাজি দিদার পাশা, মোঃ শামস উদ্দিন হায়দার।
জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু জানান- বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশক্রমে ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরীর সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচন-২০২০ এর দলীয় মনোনয়ন ফরম বিতরণের তারিখ ০২/১২/২০২০ইং পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Share icon