কুড়িগ্রামের রৌমারীতে ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যাক্তি আটক

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 26.05.2021 - 05:47 PM
Share icon
Image

শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল  প্রায় ৯:০০ টার  দিকে রৌমারী বাজারের ভোলা মোড় নামক স্থান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাহবুবুর রহমান (৪৮) উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের  ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনেরর  নেতৃত্বে পুলিশের একটি দল রৌমারী বাজারের ভোলা মোড় নামক এলাকায় অভিযান চালান। এসময় বাজারের ভোলা মোড়ে অবস্থিত তোরাব আলীর দোকানের সামনে থেকে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করে ৪০০পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে  কুড়িগ্রামে বিজ্ঞ আদালতে  পাঁঠানো  হয়েছে।

Share icon