নামের তালিকা চেয়ে বিএনপিকে সার্চ কমিটির চিঠি

অনলাইন ডেস্ক
বৃহস্পতি, 10.02.2022 - 11:25 PM
Share icon
Image

নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশের জন্য তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে অনুসন্ধান (সার্চ) কমিটি। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টন পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সার্চ কমিটি নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আমি সেই চিঠি গ্রহণ করেছি।’

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই লক্ষ্যে কাজ করছে সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের সার্চ কমিটি। নতুন সিইসি ও ইসি নিয়োগের বিষয়ে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এ জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও দেশের মানুষের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএনপির কাছে নাম চেয়ে চিঠি দিয়েছে সার্চ কমিটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে- বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। দলের পক্ষ থেকে মহাসচিব মহোদয় সেটা পরিষ্কার করেছেন। দলের স্থায়ী কমিটিও সার্চ কমিটিতে নাম না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৭ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির কাছে কারও নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না। সেদিন তিনি বলেন, ‘সার্চ কমিটিতে যাঁরা আছেন, তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি।’

Share icon