শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
রবি, 13.02.2022 - 08:14 PM
Share icon
Image

“মজলুম মেহনতী সাংবাদিক ঐক্য গড়ে তুলুন” এই স্লোগানকে ধারণ করে শেরপুরে জমকালো আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শেরপুর জেলা শহরের নিউমার্কেট আলিশান হোটেল এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। 

জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। 

সভাপতির স্বাগত বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদ বলেন, এই সংগঠনটি অনেক পুরনো। তাই আমরা প্রতিবছরের ন্যায় এবার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের পক্ষ থেকে আমরা করোনাকালীন সময়ে শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী পেঁৗছে দিয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি। প্রতি ঈদে আমরা জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের পক্ষ হতে গরীব অসহায়দের মাঝে সেমাই, চিনি, আতপ চাল, গুড়ো দুধ এসব বিতরণ করেছি। প্রেসক্লাব আমাদের মাদার সংগঠন। তাই প্রেসক্লাবের সাথে সমন্বয় করে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সব ধরনের সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা জনগনের সেবক। দায়িত্বশীলতার দিক থেকে আমরা সকল পুলিশ সদস্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সাংবাদিক ও প্রশাসনের মাঝে একটা সেতুবন্ধন রয়েছে। সমাজের অনেক ঘটনা অসংঙ্গতি আমরা খুঁজে পাই না। সাংবাদিকগণ তা তুলে ধরেন। আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সকল কলম সৈনিক তাদের লেখনির মাধ্যমে দেশ সেবায় কাজ করবে সেই প্রত্যাশা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মো. সাদুজ্জামান সাদী বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম ছাড়াও ঈদের সময় গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ধারাবাহিকভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এছাড়াও আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।   

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,  সিনিয়র সহ-সভাপতি (সাবেক) জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল।   

এসময় উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) নির্বাহী পরিচালক মোঃ নূরু উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফুর রহমান ফকির, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল খান সৌরভ, জাতীয় সাংবাদিক সংস্থা ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সভাপতি হারুন অর রশিদ দুদু, জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাধারণ সম্পাদক এটিএম রায়হান রতন, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, মাসুদ হাসান বাদল, সাংবাদিক মো. তারিকুল ইসলাম, বুলবুল আহাম্মদ, মো. হামিদুর রহমান, মো. রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত কুমার দে, জেএন্ডএস গ্রুপের এইচ আর ম্যানেজার খালেদ আহমদ, ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, জে এন্ড এস জুট মিল একাউন্ট’স ম্যানেজার আবু রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে অতিথিগণ এক নৈশভোজে মিলিত হন।

Share icon