শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি
বুধ, 16.02.2022 - 01:00 PM
Share icon
Image

শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. রেজাউল করিম।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক মো. শফিকুল ইসলাম, মো. আবদুল আল মামুন, আব্দুল মান্নান, আব্দুর রশীদ, কামাল হোসেন, সোলাইমান আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।

এছাড়াও রমিজ উদ্দিন, মুকলিমা খাতুন, শামছুন্নাহার শান্তনা, শাহানা খাতুন, মনিরা খাতুনসহ বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আহ্বায়ক রেজাউল করিম বলেন, আমরা দীর্ঘ দিন যাবত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। আমরা কোন বেতন ভাতা পাই না, খুবই মানবেতর জীবন যাপন করে আসছি। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি করছি।

সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় অবহেলিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারির ন্যায় জাতির জনকের কন্যা জাতীয়করণ ঘোষণা করে মুজিব শতবর্ষকে চিরস্মরণীয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share icon