'সশরীরে ক্লাস করতে পারবে টিকাপ্রাপ্তরা'

অনলাইন ডেস্ক
বৃহস্পতি, 17.02.2022 - 11:51 PM
Share icon
Image

কোভিড টিকার দুই ডোজপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, 'আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কোভিড টিকার দুই ডোজ যারা নিয়েছে, কেবল সেসব শিক্ষার্থীর ক্লাস সশরীরে হবে। আর, যারা দুই ডোজ টিকা পায়নি, তাদের ক্লাস অনলাইনে বা টিভিতে হবে।'

শিক্ষামন্ত্রী বলেন, 'এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। একুশে ফেব্রুয়ারির মধ্যেই বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।'

তিনি বলেন, 'যেহেতু প্রাথমিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়নি, তাই আগামী ১০ থেকে ১৪ দিন পর তাদের স্কুলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।'

Share icon