পর্যটন সমৃদ্ধ শেরপুরে টুরিস্ট পুলিশ ইউনিট তৈরিতে যায়গা পরিদর্শন

ঝিনাইগাতী প্রতিনিধি
বুধ, 23.02.2022 - 08:14 PM
Share icon
Image

পর্যটন সমৃদ্ধ শেরপুর জেলায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে শেরপুর জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পুলিশের নিরাপত্তা ডিউটি পালনের জন্য টুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেছেনে টুরিস্ট পুলিশের একটি দল। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ও রাংটিয়া এলাকায় টুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনের প্রস্তাবিত জায়গা গুলো তারা ঘুরে ঘুরে দেখেন।

শেরপুর জেলা প্রশাসকের প্রস্তাবের প্রেক্ষিতে এই পরিদর্শন দলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. নাইমুল হাসান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ঝিনাইগাতী উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা, ময়মনসিংহ রিজিওন টুরিস্ট পুলিশ ইউনিটের পুলিশ সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

Share icon