টিকাদান কর্মসূচির সফলতায় বাংলাদেশ বিশ্বে দশম: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
রবি, 27.02.2022 - 03:40 PM
Share icon
Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে এক সঙ্গে এত চিকিৎসক নিয়োগের ইতিহাস আগে কখনো নেই।আমরা কামনা করবো, আগামী দিনগুলো আপনারা দেশ ও দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। আপনাদের কাছে দেশ এবং জাতির অনেক প্রত্যাশা।'

আজ দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসের ৩ হাজার ৯২৭ জন নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের সম্বর্ধনা এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, '৪২ তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত প্রায় ৪ হাজার তরুণ চিকিৎসকদের অভিনন্দন জানাই। আপনাদের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। এবার আপনারা সারাদেশে ছড়িয়ে পড়ুন।'

তিনি আরো বলেন, 'আজ বিরাট সুখের দিন। এত চিকিৎসক একসঙ্গে নিয়োগ, এটা একটা ইতিহাস। করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির সফলতায় বাংলাদেশ বিশ্বের ১০ নম্বর দেশ। গতকাল আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এজন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে প্রধামন্ত্রীর তরফ থেকে ধন্যবাদ জানাই।'

মন্ত্রী বলেন, 'আমরা আমাদের জনগোষ্ঠীর ৭৩ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছি। আর লক্ষ্যমাত্রা হিসেবে শতভাগ মানুষকে টিকার প্রথম ডোজ দিতে পেরেছি। ১১ কোটি ২০ লাখ মানুষকে প্রথম ডোজ এবং আট কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। আরও দুই দিন প্রথম ডোজ কার্যক্রম চলবে। এখন আমরা দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের প্রতি বেশি নজর দেবো।'

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, 'মানব সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আন্তরিকভাবে সেবা দিতে হবে। এটাই চাওয়া নতুন নিয়োগপ্রাপ্ত প্রায় ৪ হাজার চিকিৎসকের কাছে।'  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, 'আমাদের কাজের সময় প্রায় শেষ। আপনারা নবীন চিকিৎসক। আগামী ৩০ বছর আপনারা দেশের আপামর জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাবেন এটাই আমাদের সবার প্রত্যাশা।'

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. লোকমান মিয়া বলেন, 'আগামী ৩০ থেকে ৩৫ বছর আপনারা স্বাস্থ্যখাতে নেতৃত্ব দেবেন। আপনাদের সঠিক নেতৃত্বে দেশের আপামর মানুষ সেবা পাবে, তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে।’
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডা. নাজমুল হক, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিব মহাসচিব এম এ আজীজ প্রমুখ।

Share icon