শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় চোরাই গরু আটক

শেরপুর প্রতিনিধি
বৃহস্পতি, 03.03.2022 - 02:08 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতী থেকে ৮ টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি সদস্যরা। ২ মার্চ বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী হাতিবর গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে।

জানা গেছে, ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাওয়াকোচা সীমান্তফাঁড়ির কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই এর নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়। বিজিবির অভিযান বুঝতে পেরে গরু রেখে সটকে পরে চোরাকারবারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আব্দুল হাই বলেন , ভারত থেকে আনা আটককৃত গরুগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গরুগুলো সিজার লিস্ট করে ময়মনসিংহ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

Share icon