শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাঙচুর লুটপাট মহিলাসহ আহত ৮

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 28.03.2022 - 05:14 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্ধা ইউনিয়নের  কালিবাড়ি বানিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একশ বছরের বৃদ্ধ মহিলাসহ ৮ জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৮), আলহাজ্ব জালাল উদ্দিন (৬৬), সেকান্দর মুন্সি (৭০), মোছা: জাহানারা (৪২), মোছা: সাজেদা বেগম (৪০), সমেলা (১০০), মুস্তাফিজুর রহমান সুজন (৩২), আয়নাল (৩০)। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Image

এ ঘটনায় ২৭ মার্চ রবিবার সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনসহ এজাহারনামীয় ১৪ জনের বিরুদ্ধে আদালতে একটি এজাহার দায়ের করেছে। 

এজাহার সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের সুলাইমান গংদের সাথে পার্শ্ববর্তী সাইফুল ইসলামদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

Image

বিরোধের সূত্র ধরে গত শনিবার ২৬ মার্চ সকাল ৮ টায় বিবাদীরা রামদা, সাবল, লাঠি নিয়ে দলবদ্ধভাবে  বসতবাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে বিভিন্ন মালামালসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় একশ বছরের বৃদ্ধ মহিলাসহ ৮ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Image

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়জুর রহমান জানান, হামলার ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা প্রথমে ৯৯৯ জানালে পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share icon