ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি

ঝিনাইগাতী প্রতিনিধি
সোম, 11.04.2022 - 05:48 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গর্ভনেন্স (BleNGS) প্রজেক্ট এর মাধ্যমে অসহায় হতদরিদ্র পরিবারদের মাঝে দেশী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ কর্মসূচি ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এবং নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান।

এসময় নলকুড়া ইউনিয়নের ১২ জন হতদরিদ্র পরিবারদের ২'টি করে সর্বমোট ২৪টি দেশী ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন অতিথিরা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, এলাকার হতদরিদ্র জনগনের মাঝে ছাগল বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে বিংস প্রজেক্ট তা অত্যন্ত সময়োপযোগি। ছাগল পালনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের সদস্যরা সকলেই তাদের অবস্থার পরিবর্তন মা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টিগত অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলেও জানান তিনি।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা জালালী আশরাফ জিলানী, বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. জোসনা বেগমসহ নলকুড়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Share icon