শেরপুরের শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রে শিশুদের ঈদ আনন্দ

স্টাফ রিপোর্টার
শুক্র, 06.05.2022 - 07:00 PM
Share icon
Image

গত দুই বছর করোনার কারণে ঘরবন্দি অবস্থায় শিশুদের ঈদ করতে হয়েছে। এবার ঈদুল ফিতরের দিন মঙ্গলবার সকাল থেকে শেরপুরে টানা দুপুর দেড়টা পর্যন্ত বৃষ্টির কারণে শিশুদের মন ছিল খুবই খারাপ। কিন্তু বৃষ্টি থেমে ঈদের দিন মঙ্গলবার বেলা ২ টার দিকে সূর্যের আলো ঝলমলে দিনের দেখা পাওয়ার পর শিশুরা প্রাণ ফিরে পায়।

শেরপুর শহর ও এর আশেপাশের এলাকা থেকে দল বেধে শিশুরা ছুটে আসে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন শিশু পার্কে। সেখানে শিশুদের কলরবে মুখর হয়ে উঠে এলাকা। বিভিন্ন রাইডে চড়ে শিশুরা আনন্দ উপভোগ করে। একই সঙ্গে শিশু পার্কের পাশে শহীদ দারোগ আলী পৌর পার্কে, ঈদগাহ মাঠে ও স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন স্থানে মনের আনন্দে ঘুরে বেড়ায় ও নানা ধরনের খেলাধুলায় মেতে থাকে শিশুরা। অনেকেই মনের আনন্দে চটপটি, ফসকা, আইচক্রিম খায়। শিশু পার্কের সামনে ছোট্ট মেলায় কেনাকাটায় সময় কাটায় শিশুরা ।

ঈদের সেলামী পেয়ে বাবা-মা ও স্বজনদের সঙ্গে শিশুদের ঘুরে বেড়ানোর দৃশ্য এবারের বৃষ্টিতে ঈদের দিন এক অন্যমাত্রা যোগ করে। শিশুরা মনের সুখে বাধন হারা হয়ে ঘুরে বেড়াতে পেরে উচ্ছাস প্রকাশ করে।

Share icon