শেরপুরের দিনব্যাপী মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 20.05.2022 - 09:43 PM
Share icon
Image

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ২০ মে শুক্রবার দিনব্যাপী শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ এবং বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল, বিএমএসএফ এর সহ-সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক শাপলা রহমান, বাংলা ভিশনের বার্তা সম্পাদক নাসরিন গীতি, বিএমএসএফ এর সদস্য এবং ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

 

Share icon