ঝিনাইগাতীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 02.06.2022 - 09:03 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। (২ জুন) বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়,"ক" গ্রুপের, শিক্ষার্থীদের দৌড়, চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ,গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাঁজো। "খ" গ্রুপের শিক্ষার্থীদের, দীর্ঘলাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেইস, অংক দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা: "ক" গ্রুপ ছড়া আবৃত্তি, চিত্রাংকন,নৃত্য, হাতের লেখা বাংলা, "খ" গ্রুপ কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, পল্লীগীতি/লোকগীতি, দেশাত্মবোধক গান,একক অভিনয়,উপস্থিত বক্তৃতা, শ্রেষ্ঠ কাব শিশু। প্রত্যেক ইউনিয়নের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী বাছাইকৃত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, ইউআরসি সহকারী ইন্সাট্রাক্টর আবু সাইদ,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল হুসাইন, শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন সহ ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share icon