শ্রীবরদীতে প্রবাসী উদ্যোক্তার খামারে চুরি

স্টাফ রিপোর্টার
সোম, 15.08.2022 - 01:13 PM
Share icon
Image

শেরপুরের শ্রীবরদীতে ইতালি প্রবাসী এক কৃষি উদ্যোক্তার গরুর খামার থেকে ২টি গরুসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রবাসীর ভগ্নীপতি মো. সেকান্দর আলী বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২ আগষ্ট রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় ইতালি প্রবাসী স্বাধীন মিয়ার মাল্টা বাগানে কর্মরত কেয়ার টেকার মিন্টু মারাক ও তার ২ সহযোগী এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত ২ টি গরু ও খামারের মালামাল সহ পালিয়ে যায়। এর পর থেকে তারা পলাতক রয়েছেন। মিন্টু মারাকের বাড়ি ঝিনাইগাতী উপজেলায়।

এ ব্যাপারে ইতালি প্রবাসী স্বাধীন মুঠোফোনে জানান, আমরা প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাই কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে বিনিয়োগ করে নিরাশ হতে হয়। তিনি আরও জানান, মোটা অংকের বেতন দিয়ে কেয়ার টেকার কে নিয়োগ দেয়ার পরও যদি এরকম চুরির ঘটনা ঘটে তবে প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করবে ? ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share icon