শেরপুরে এলজিএসপি-৩ অগ্রগতি অর্জন অভিহিতকরন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 30.08.2022 - 07:02 PM
Share icon
Image

শেরপুরে লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) অগ্রগতি ও অর্জন বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহীতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে এলজিএসপির ভুমিকা তুলে ধরা হয়। সেইসাথে অর্জন সমূহ টেকসই ও প্রাতিষ্ঠানকীকরণে ভবিষ্যৎ করনীয় নিয়ে সুপারিশমালা প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসন ও বাস্তবায়ন সহযোগী সংস্থা পায়াকট বাংলাদেশ আয়োজিত এ কর্মশালাটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে এতে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা ফ্যাসিলিটেটর মো. হাবিবুর রহমান। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, স্থানীয় নীতি-নির্ধারক ও পরিকল্পনাবিদ সহ ৬০ জন সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Share icon